অক্টোবর ২৫, ২০২১
বাঘ দেখে প্রাণভয়ে লোকালয়ে শ্রমিক দল
জি এম মাছুম বিল্লাহ (সুন্দরবন অঞ্চল) প্রতিনিধি: সম্প্রতি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এর টেংরাখালী টহল ফাঁড়ী সুন্দরবনের মধ্যে নির্মাণের পরিকল্পনা নেয় বন বিভাগ। তারই পরিপ্রেক্ষিতে বেশ কিছুদিন ধরে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। গত ২৪শে অক্টোবর (রবিবার) সকাল দশটায় বন বিভাগের উপস্থিতিতে ৮ জনের একটি শ্রমিক দল ভবনের কাজ করছিলেন। ঠিক সেই সময় ভবন থেকে একটু দূরে বাঘের গর্জন শোনা যায়। তখনই সবাই একত্রিত হয়ে প্রাণভয়ে নৌকাযোগে লোকালয়ে চলে আসেন। হেড মিস্ত্রি আশরাফুল আলম বলেন, সবাই মিলে একসাথে কাজ করছিলাম হঠাৎ বাঘের গর্জন শুনতে পাই দুরে তাকাতেই দেখি দুটি বাঘ মারামারি করছে। টেংরাখালী টহল ফাঁড়ীর ইনচার্জ সিরাজ বলেন, সবাই শব্দ শুনেছে কিন্তু আসলে সেটা বুঝতে পারছিনা। মিস্ত্রিদের অনেকে দাবি করছে সেখানে দুইটি বাঘ ছিল। জায়গাটি শুকনা হওয়ায় কোন পদচিহ্ন পাওয়া যায়নি। সংশ্লিষ্ট অফিসের মামুন বলেন, ঘটনার সময় আমি মিস্ত্রিদের সাথে ছিলাম বাঘের ডাক শুনতে পেয়েছি এবং আমার মনে হচ্ছিল দুটি বাঘ মারামারি করছে। বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, আমিও বিষয়টা শুনেছি তবে ওখান থেকে বাঘের কোন ছবি নেয়া সম্ভব হয়নি। শ্রমিকরা ভয় কাজ করতে চাচ্ছে না এটা থেকে অনেকটা নিশ্চিত হওয়া যায়। স্থানীয় জেলেদের দাবি সুন্দরবনে আগের চেয়ে কিছু বাঘ বেড়েছে। বাঘের আনাগোনাকে ইতিবাচক মনে করছেন সচেতন মহল। 9,024,474 total views, 1,022 views today |
|
|
|