অক্টোবর ২৭, ২০২১
প্রতীক পেয়েই বৈকারী ইউনিয়নে হামলা-সংঘর্ষে আহত ১০
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নে প্রতীক পেয়েই দুই স্বতন্ত্র প্রার্থীর নেতা কর্মীদের হামলায় আহত নৌকা প্রার্থীর ২০ কর্মী সমর্থক। বুধবার বিকালে বৈকারী ইউনিয়নের কয়ারপাড়া নামকস্থানে এ ঘটনা ঘটে। নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো. আসাদুজ্জামান অসলে জানান, গতকাল উপজেলা নির্বাচন অফিস থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হয়। তিনি নৌকা প্রতীকের পথসভা করছিলেন। এসময় ওই স্থান দিয়ে পিকআপে উঠে মিছিল দিতে দিতে জামায়াত সমর্থিত প্রার্থী জালাল উদ্দীন ও তরুন লীগের প্রার্থী গোলাম মোস্তফার শতাধিক কর্মী সমর্থক একত্রিত হয়ে নৌকা প্রতীকের পক্ষের লোকজনের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় নৌকা প্রতীকের পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে তার ছেলে ইনজামামুল হক ইনজা, হৃদয় হোসেন, দলীয় কর্মী লাল মোহন, ইয়াসিন আলী, সেলিমসহ আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জামায়াতের স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দীন বলেন, নৌকা প্রার্থীর লোকজন মাঠ দখলে রাখতে তার কর্মী সমর্থকদের উপর হামলা করেছে। আ.লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা জানান, প্রতিপক্ষদের দাবায়ে রাখতে নৌকার প্রার্থী এসব নাটক সাজিয়েছেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, ঘটনা স্থলে ডিবি পুলিশের একটি টিম পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রায়েছে। 8,971,653 total views, 3,335 views today |
|
|
|