আশাশুনি প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের ৫ ও ৭ নং ওয়ার্ডে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতায় রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। নিজেদের রাস্তা নিজেরাই সংস্কার করে ভোগান্তি ঠেকাই এমন মানসিকতায় উদ্বুদ্ধ হয়ে একজন চেয়ারম্যান প্রার্থীর নেতৃত্বে এলাকার সর্বস্তরের মানুষ সংস্কার কাজে এগিয়ে এসেছেন।
প্রতাপনগর টু কল্যাণপুর রাস্তা ব্যবহারকারী গ্রামের হাজারও জনগণের চলাচলের রাস্তা অর্থাৎ কর্মকার বাড়ির মোড় থেকে কল্যাণপুর হাইস্কুল বাজারে চলাচলের জন্য রাস্তাটি ব্যবহৃত হয়ে থাকে। নদী ভাঙনের ফলে পানিতে প্লাবিত হয়ে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরকারি ভাবে রাস্তা সংস্কারের কাজ শুরু না হওয়ায় প্রতাপনগর ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি চেয়ারম্যান পদপ্রার্থী হারুন উর রশীদের নেতৃত্বে স্থানীয় সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে রাস্তটি মানুষের চলাচলের উপযোগি করার জন্য কাজ শুরু করা হয়েছে। বর্তমানে মাটির কাজ চলছে, কাজ শেষ হলেই ইট বিছানোর কাজ শুরু হবে।
দীর্ঘ প্রায় ১ কিঃমিঃ রাস্তাটির কাজ উদ্বোধন কালে অন্যদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ -সভাপতি টি এম কামরুজ্জামান কাজল, মোশাররফ হোসেন সানা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতাপনগরে এলাকা বাসীর উদ্যোগে চলছে রাস্তা সংস্কার কাজ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/