জয়নগর, কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার সরসকাটি পুলিশ ক্যাম্পের বিভিন্ন মালামাল
বিক্রি হবে বলে একটি প্রতারক চক্র মোবাইলে অগ্রিম টাকা পাঠানোর কথা বলে প্রতারণা শুরু করেছে। সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌফিক আহম্মদ টিপু জানান, তিনি দীর্ঘ ১ বছর যাবৎ সরসকাটি পুলিশ ফাঁড়িতে কর্মরত থেকে সততা ও নিষ্ঠার সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তার নাম করে তার আত্বিয় পরিজন ও রিলেটিভদের কাছ থেকে টাকা নেওয়ার ঘটনা ঘটিয়েছে একটি প্রতারক চক্র। সরসকাটি পুলিশ ফাঁড়ি থেকে নিলামে বিভিন্ন পন্য সামগ্রী বিক্রি করা হবে, ক্রয় করলে টাকা বিকাশ করুন। যারা ক্রয়ে আগ্রহ প্রকাশ করে টাকা দিয়েছেন তারা প্রতারিত হয়েছেন। ঘটনা জানতে পেরে তিনি তার নিজস্ব ফেসবুক ওয়ালে একটি সতর্কতা মূলক পোষ্ট দেন। প্রতারক চক্রের মোবাইল নাম্বার ধরে তাদের পাকড়াও করার জন্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চলছে।
পুলিশ ক্যাম্পের মাল বিক্রি হবে বলে মোবাইলে প্রতারণা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/