অক্টোবর ১৯, ২০২১
তালায় আন্তঃমতাদর্শিক সংলাপ অনুষ্ঠিত
নিউজঃ পিস কনসোর্টিয়াম বাংলাদেশ প্রকল্পের সহযোগীতায়,অগ্রগতি সংস্থার আয়োজনে এিশমাইলে অবস্থিত অগ্রগতি সংস্থার ট্রেনিং রুমে বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা ও পিস ক্লাবের মধ্যে আন্তঃমতাদর্শিক সংলাপ অনুষ্ঠিত হয়।এসময় ধর্মীয় নেতাদের মধ্যে শান্তি সম্প্রতি ও সৌহার্দ্য রক্ষার উপর বক্তব্য রাখেন মোঃতহিদুর রহমান ইমাম তালা উপজেলা জামে মসজিদ,উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে যুব সমাজের করণীয় কি?এবিষয়ে উপর বক্তব্য রাখেন কবি বাবু তপন কুমার পাল এবং ধমীয় ও নৈতিক শিক্ষার উপর বক্তব্য রাখেন বার্নাবাস সাধু খাঁ।অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।এছাড়াও বক্তব্য রাখেন পুরোহিত রতন দাস,ইমাম ফারুক হোসেন,আবু মুছা,আনিছুর রহমান,আলি আজগর সহ পিস ক্লাব সদস্যরা। সমগ্র অনুষ্ঠান টি উপস্থাপনা করেন মোঃ ইমরান হোসেন সাধারণ সম্পাদক জালালপুর পিস ক্লাব,তালা সাতক্ষিরা 9,024,063 total views, 611 views today |
|
|
|