অক্টোবর ২৫, ২০২১
খাজরায় খলিলের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান
খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের খাজরা গ্রামের মৎস্য ব্যবসায়ী খলিল গাজী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত খলিল গাজীর রুহের মাগফিরাত কামানার্থে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খাজরা বাজার আল হেরা জামে মসজিদের ইমাম মাওঃ শহিদুল ইসলামের সঞ্চলনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে দ্বীন ও ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আনুলিয়া ইউনিয়নের বাগালী জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল গফুর,খাজরা হাকিমিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার রুহুল আমিন বক্তব্য রাখেন।
এসময়,কাটা মালিক আনারুল ইসলাম,সাইফুল ইসলাম গাজী,মিজানুর গাইন,ইউনুছ,রবিউল মোড়ল,মালেক গাইন,মজিদ মোড়ল,ব্যাপারী ইমদাদুল গাজী,রবিউল ইসলাম,গফ্ফার গাজী,স্থানীয় ব্যবসায়ী সামাদ গাজীসহ নানা শ্রেণি ও পেশার মানুষ এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 8,982,417 total views, 8,669 views today |
|
|
|