অক্টোবর ২, ২০২১
ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’র মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি: সদস্যরা জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ প্রবণ এলাকা সরেজমিনে ঘুরে এসে অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করেছে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্যরা। শনিবার (২ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় এঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশে’র আহŸায়ক ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’র সদস্য ও মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, সংসদ সদস্য রূমানা আলি, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, কৃষি সম্পাসারণ অধিদপ্তর খামাবাড়ি সাতক্ষীরার’র উপপরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাতক্ষীরা সদর এমপি পুত্র মীর তানজীর আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান, সুশীলন’র জি.এম মনিরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কেন্দ্র্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী মীর কানজীর আহমেদ’র পক্ষ থেকে নেতৃবৃন্দকে সম্মানা স্মারক প্রদান করা হয়। এসময় ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 8,407,124 total views, 5,543 views today |
|
|
|