অক্টোবর ২২, ২০২১
কুল্যা-দরগাহপুর সড়ক জরুরী সংস্কারের দাবিতে মানববন্ধন
গোলাম মোস্তফা, আশাশুনি: আশাশুনির কুল্যা টু দরগাহপুর সড়কের কুল্যা অংশে জরুরী সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বিকালে কুল্যার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিকাঈল হোসেন, কুল্যার মোড় মসজিদের সভাপতি আইয়ুব আলি প্রমুখ। বাধ্য হয়ে সাতক্ষীরা টু দরগাহপুর যাত্রীবাহী মিনিবাস চলাচল বন্দ হয়ে গেছে। আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ পার্শ্ববর্তী পাইকগাছা, তালা, কয়রা উপজেলার মানুষ সড়কের দুর্গতির কারণে চরম বিপাকে পড়েছেন। আশাশুনিসহ দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার অনেক মানুষ ভিতর পথে কম সময়ে খুলনা ও যশোরে যাতায়াত করে থাকেন। সে পথও এখন রুদ্ধ হতে বসেছে। এখনই সংস্কার কাজ না করা হলে মানুষের ভোগান্তির অন্ত থাকবে না। এজন্য এলজিইডি এর জরুরী রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় কুল্যা ইউনিয়নের কুল্যা মোড় হতে আরার কাদাকাটি পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি জানান বক্তা গণ সহ এলাকার সর্বস্তরের মানুষ। 8,982,353 total views, 8,605 views today |
|
|
|