Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটেকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে স্কুল ছাত্রীকে উক্ত্যক্ত করায় জিএম আছাদুজ্জামান (১৯) ও ফারদিন এরফান রিফাত (১৬) নামে দু’জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
আছাদুজ্জামান উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর এলাকার জালাল উদ্দিন গাজীর ছেলে ও রিফাত বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামের সফির উদ্দিনের ছেলে।

সূত্র জানান, দীর্ঘদিন যাবত উপজেলার ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে উক্ত্যক্ত করে আসছিলো কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর এলাকার ইউসুপ আলীর ছেলে জোবায়ের সুমন (২১) নামে এক বখাটে। শুক্রবার রাত ৯ টার দিকে বখাটে সুমনের নেতৃত্বে আছাদুজ্জামান ও রিফাত স্কুল ছাত্রীর বাড়িতে যেয়ে তাকে উক্ত্যক্ত করছিলো। ওই সময়ে স্থানীয়রা তাদেরকে আটক করে। তবে সুযোগ বুঝে বখাটে সুমন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক দ্বীন মোহাম্মদ ঘটনাস্থল থেকে আছাদুজ্জামান ও রিফাতকে আটক করে থানায় নিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দু’জনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version