নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিকেল ৪ টার দিকে ‘‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’’প্রতিপাদ্যকে সামনে রেখে থানা পুলিশের উদ্যোগে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা চত্ত¡রে সভায় মিলিত হয়।
সেখানে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে কমিউনিটি পুলিশিং ফোরাম। তারা নিরলসভাবে কাজ করে সমাজের মানুষকে নিরাপত্তা, আইনি সহায়তা ও সেবা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বিশেষ অবদান রাখবে বলে আমি মনে করি। প্রতিনিয়ত ছোট ছোট কাজ করে যাচ্ছে, যা একদিন অনেক বড় সাফল্যে রূপ নেবে।
এসময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপ-পরিদর্শক হাসানুর রহমান, সিয়াবুল ইসলাম, আশিষ কুমার, মনির তরফদার, মনির হোসেন, মোর্শেদ আলী, সহকারী উপ-পরিদর্শক তরুণ কুমার, সমাজসেবক কাজী মোজাহিদুল ইসলাম তরুণসহ থানার সকল পর্যায়ের কর্মকর্তা/ কর্মচারি ও গণমাধ্যম কর্মীরা।