Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ২০ টাকার নাপা সিরাপ ৫০ টাকা! ব্যবসায়ীকে জরিমানা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ২০ টাকার নাপা সিরাপ ৫০ টাকা দরে বিক্রির অভিযোগে এক ওষুধ ব্যবাসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা বাজারের ওষুধ ব্যবসায়ী শিমু ফার্মেসির স্বত্বাধিকারী মাহমুদ হাসানকে নাপা সিরাপ (সর্দি, জ্বর, ব্যথা, যন্ত্র নার ওষুধ) নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ মূল্যে বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানে মজুদকৃত নাপা সিরাপের বোতলগুলি জব্দ তালিকায় রাখা হয়েছে। আদালতের কাজে সহায়তা করেন থানার এসআই ইসমাইল হোসেন, বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্টরা।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কলারোয়া উপজেলার ব্রজবাক্স বাজারে নাপা সিরাপ নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছেন এমন সংবাদ পেয়েই মোবাইল কোর্ট নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ২০.৭০ টাকা এক বোতল নাপা সিরাপ ৫০ টাকা বিক্রি করছেন পরে মোবাইল কোর্টের মাধ্যমে ওই ব্যাবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।’
তিনি আরো জানান ‘দ্রব্যমূল্য নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রয়, ওজন ও পরিমাপে কম, ভেজাল দ্রব্য রাখাসহ ভোক্তা অধিকার আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version