Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি পাঠদান প্রশিক্ষন শুরু

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় তিন দিন ব্যাপী মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট তৈরি ও পাঠদান বিষয়ক প্রশিক্ষন কার্যক্রম উদ্বোধন হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে প্রশিক্ষন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শিক্ষকদের কন্টেন্ট ও পাঠদান বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ উদ্বোধনি অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, মাস্টার ট্রেনার সহকারী শিক্ষক হুমায়ন কবির, মোস্তাফিজুর রহমান, শামসুর রহমান লাল্টু ও সাইফুল ইসলামসহ প্রশিক্ষনার্থী শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো – অপারেশন এজেন্সি জাইকা’র সহায়তায় পরিচালিত প্রশিক্ষণ কর্মশালায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিষয় ভিত্তিক ১ম ও ২য় ব্যাচে পর্যায়ক্রমে ২৫ জন করে ৫০ জন শিক্ষক প্রশিক্ষনে অংশগ্রহণ করবেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version