নিজস্ব প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের হিড়িক পড়ে গেছে। এ পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট’র কাছে ১২ টি ইউনিয়ন থেকে ৬৪ জন মনোনয়ন প্রত্যাশী তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
শেখ খবর পাওয়া পর্যন্ত কৃষ্ণনগর ইউনিয়ন থেকে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর আহমেদ সুরুজ, সাবেক ছাত্রনেতা সেলিম মাহমুদ, শ্যামলী রানী অধিকারি।
বিষ্ণুপুর থেকে বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, নুরুল হক সরদার, মৃণাল কান্তি মন্ডল, আবু তালেব, ইফখারুল ইসলাম সুমন, শাহ- আলম ঢালী, জাকির হোসেন, বাবলু সরদার ও সিরাজুল ইসলাম।
চাম্পাফুল ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, পরান মন্ডল ও আব্দুল লতিফ মোড়ল।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান প্রশান্ত সরকার, গোবিন্দ মন্ডল, রুহুল হক সরদার, শরিফ মোস্তফা, এম আসিফ আকবর, মেহেদী হাসান ও মিলন হোসেন।
কুশুলিয়া ইউনিয়ন থেকে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামানের ছোট ছেলে শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু, নুরুজ্জামান জামু ও সিরাজুল ইসলাম। নলতা ইউনিয়ন থেকে আবুল হোসেন পাড় ও খাদেমুল ইসলাম তুফান।
তারালী ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, শামসুল হুদা কবির, আশরাফুল ইসলাম ও একেএম শফিকুজ্জামান।
ভাড়াশিমলা ইউনিয়ন থেকে আব্দুল গফ্ফার, আবুল হোসেন, নাজমুল ইসলাম নাইম, শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম।
মথুরেশপুর ইউনিয়ন থেকে বীরমুক্তিযোদ্ধা আবুল হাকিম, ফিরোজ আহমেদ, শেখ শাহিনুর রহমান, জিএম মহিবুল্লাহ, সালাহউদ্দিন, শেখ আব্দুল্লাহ ও ফিরোজ কবির কাজল।
ধলবাড়িয়া ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জী, বর্তমান চেয়ারম্যান গাজী শওকত হোসেন, অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, নাজমুৎ শাহাদাত রাজা ও এসএম গোলাম ফারুক।
রতনপুর ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, সাবেক ছাত্রনেতা আলীম আল রাজি টোকন, আব্দুল ওহাব, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন সরদার, শহিদুল ইসলাম ও সেলিম আহমেদ।
মৌতলা ইউনিয়ন থেকে আশেক মেহেদী, দুলাল চন্দ্র ঘোষ, রুহুল আমিন, মাহবুবর রহমান সুমন, সরদার সিরাজুল ইসলাম, গিয়াসউদ্দিন, শেখ আবু আনছার উদ্দিন ও লুৎফর রহমান।