অক্টোবর ৩১, ২০২১
আশাশুনি সরকারি কলেজে শেখ রাসেল কর্ণার উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সরকারি কলেজে তথ্যবহুল শেখ রাসেল কর্ণার উদ্বোধন করা হয়েছে। শেখ রাসেল কর্ণার বাস্তবায়ন কমিটির আহŸায়ক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক হুজ্জাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্ণারের শুভ উদ্বোধন করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে কর্ণার বাস্তবায়ন কমিটির সদস্য প্রভাষক সজল কুমার আঢ্য, প্রভাষক জাকির হোসেন ভুট্টো, প্রভাষক মোখলেছুর রহমান, প্রভাষক শ্রিদাম চন্দ্র বাছাড়, প্রভাষক শিরিন বাহার এবং কলেজের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। কর্ণারে শেখ রাসেল এর স্মৃতি সম্বলিত ছবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবসহ পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ ছবি, শেখ রাসেলের জন্ম দিবস উপলক্ষে আহŸানে সাড়া দিয়ে জমা দেওয়া ছড়া, কবিতা, প্রবন্ধ ও চিত্র থেকে বাছাইকৃত লেখা ও ছবি সম্বলিত দেয়ালিকা এবং মূল্যবান বই প্রদর্শন করা হয়েছে। 8,982,221 total views, 8,473 views today |
|
|
|