নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সুচনা করা হয়।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম বলেন ৭৫ এর ১৫ আগস্টের ঘাতকরা এখনো এদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। তিনি এ বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, আরডিও বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।