অক্টোবর ২৮, ২০২১
আনুলিয়ায় আ’লীগ নেতার নির্বাচনি সভায় হামলার জেরে থানায় মামলা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির আনুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান প্রার্থীর পথ সভার মঞ্চে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এখনো কোন আসামি গ্রেফতার হয়নি।
গত ২৫ অক্টোবর কাকবাসিয়া বাজারে প্রার্থীর নির্বাচনি পথ সভা চলাকালে (মাগরিবের নামাজের বিরতির সুযোগে) বিছট গ্রামের রশিদুল আলমের ছেলে আলমগীর আলম লিটনের পরোক্ষ হুকুমে আসামিরা মঞ্চে হামলা চালিয়ে স্টেজ, চেয়ার, টেবিল ভাংচুর করে। ইউনিয়ন যুবলীগ সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন প্রতিবাদ করতে গেলে রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে হেলালের মাথায় কোপ দিলে তিনি চেয়ার দ্বারা ঠেকাতে সক্ষম হলে জীবনে রক্ষা পান। এসময় চারিদিক থেকে লোকজন ছুটে আসতে থাকলে আসামিরা প্রার্থী সাহাবুদ্দিনের পক্ষের লোকজন যেখানে পাবে সেখনে মারধর ও খুন জখম করে লাশ গুম করবে বলে হুমকী দিয়ে কেটে পড়ে। 8,971,754 total views, 3,436 views today |
|
|
|