অক্টোবর ১৯, ২০২১
আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিনষ্ট করার জন্য একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে সারাদেশে সাম্প্রদায়িক হানা হানির পাঁয়তারা চালাচ্ছে, চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় স¤প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিনষ্ট করার জন্য একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে সারাদেশে সাম্প্রদায়িক হানা হানির পাঁয়তারা চালাচ্ছে। বঙ্গবন্ধুসহ তার পরিবারকে যারা হত্যা করেছে তারাই বারবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দেশকে অস্থিতিশীল করতে ও উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিনষ্ট করার জন্য এ হামলার ঘটনা ঘটিয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে।’
8,401,903 total views, 322 views today |
|
|
|