সাতক্ষীরা জেলা পুলিশের ব্যবস্থাপনায় এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আগামী ২৮-৩০ অক্টোবর,২০২১ সাতক্ষীরা স্টেডিয়ামে “আইজিপি কাপ উন্মুক্ত দাবা লীগ-২০২১” অনুষ্ঠিত হবে। প্রতিটি দলে ৬জন খেলোয়াড় অন্তর্ভূক্ত হতে হবে। অন্তর্ভূক্তকৃত দলের খেলোয়াড়দের ২৭ অক্টোবর বেলা ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে আন্তর্জাতিক রেটিং দাবার নিয়ম সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করা হবে। আগ্রহী দলগুলোকে ২৬ অক্টোবর,২০২১ দুপুর ২টার মধ্যে সাতক্ষীরা স্টেডিয়ামে নাম তালিকাভুক্তির জন্য অনুরোধ করা হল। চ্যাম্পিয়ন, রানার্সআপ ও ৩য় স্থান অর্জনকারী দলগুলোকে ট্রফি, প্রাইজ মানি এবং সনদপত্র প্রদান করা হবে। (প্রেস রিলিজ)।