নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কাটিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি আব্দুর রব ওয়ার্ছির সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আয়ুব আলী, সাধারণ সম্পাদক ডা. এ.কে.এম আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য শেখ আব্দুল আজিজ, মো. আব্দুল হামিদ, মো. আব্দুল মজিদ প্রমুখ।
বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী কমিটির সভায় আলোচ্য সুচির মধ্যে ছিল বিগত সভার কার্যবিবরণী পঠন ও অনুমোদন, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক সদস্যদের হালনাগাদ তথ্যাবলি সংগ্রহের অগ্রগতি সর্ম্পকে আলোচনা, নতুন সদস্য ভর্তি অনুমোদন প্রসঙ্গে, অফিস ঘর পরিবর্তন/সংস্কার প্রসঙ্গে, কোভিড-১৯- সুরক্ষা সামগ্রী বিতরণ প্রসঙ্গসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। এসময় বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।