সেপ্টেম্বর ২৭, ২০২১
সাংবাদিকদের তথ্য দেওয়ায় ব্যাংক কর্মকর্তাসহ দু’জনকে মারপিট করেছে ইউপি মেম্বার
নিজস্ব প্রতিনিধি: মেম্বারের বিরুদ্ধে সাংবাদিকদের তথ্য দেওয়ায় কালিগঞ্জে ব্যাংক কর্মকর্তাসহ দু’জনকে মারপিটের ঘটনা ঘটেছে। গত ১৮ সেপ্টেম্বর দৈনিক সুপ্রভাত সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন পত্রিকায় ‘‘সরকারি খাল থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন’’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের পর ইসলামী ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম ও তার ভাই শফিকুল ইসলামকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে মে¤া^র সিরাজুল ইসলাম ও তার বাহিনী। জানা যায়, এলাকার চিহ্নিত দালাল সিরাজুল মেম্বার অবৈধভাবে বিষ্ণুপুরের পুঁটিমারি খাল থেকে বালি উত্তোলন করছিল। এ সংক্রান্ত গত ১৮ সেপ্টেম্বর পাঠক নন্দিত ‘‘দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’’ সহ বিভিন্ন প্রতিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর ২৪ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে প্রকাশ্য বাজারে ডেকে নিয়ে ব্যাংক কর্মকর্তা ও তার ভাইকে মারপিট করে সিরাজুলসহ তার বাহিনী। স্থানীয়দের অভিযোগ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর নাম ভাঙিয়ে সিরাজুল মেম্বার এলাকায় মারপিট, সংখ্যালঘু নির্যাতনসহ বিভিন্ন অপকর্মের সাথে সরাসরি জড়িয়ে পড়ছে। বিভিন্ন সালিশ বিচারের নামে সাধারণ মানুষের কাছ হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। এছাড়া আওয়ামীলীগের নেতা-কর্মীদের উপর নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ তাদের। স্থানীয়রা আরও বলেন, বালি উত্তোলনের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন নায়েপকে ঘটনাস্থলে পাঠান। নায়েপ এসে সিরাজুল মেম্বারকে বালি উত্তোলন করতে নিষেধ করলেও তারা কোন কথা শোনেনি। বরং প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বালি উত্তোলন করতে থাকে। এখনও খালে তাদের ড্রেজার মেশিন বসানো রয়েছে। এদিকে অভিযুক্ত সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কারও গায়ে হাত তুলেনি। আমার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য দেওয়া হয়েছে।
প্রসঙ্গত: কালিগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে পুঁটিমারি খাল। শুষ্ক মৌসুমে খালের পানি দিয়ে ফসল ফলানোসহ মৎস্যঘেরের পানির উৎস হিসেবে ব্যবহার করা হয়। 8,407,066 total views, 5,485 views today |
|
|
|