সেপ্টেম্বর ১, ২০২১
বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে শহরের আমতলা মোড় থেকে এ বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের আমতলা মোড়স্থ গণমুখী ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। জেলা বিএনপির আহŸায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য শের আলী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষক দলের আহŸায়ক আহসানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, যুবদল সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, শ্রমিক দল সাধারণ সম্পাদক আকব্দুর রাজ্জাক, জেলা ডুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, কৃষক দল সদস্য সচিব শাহিনুর রহমান, প্রমুখ। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ সময় পৃথক পৃথক র্যালি নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। বক্তারা বলেন, অবরুদ্ধ গণতন্ত্র পূনরুদ্ধার ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সংগ্রাম হোক ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গিকার। বক্তারা এ সময়, অবিলম্বে জনগণের ভোটাধিকার হরণ, বাক স্বাধীনতা ও গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীদের অংশ গ্রহণের উদাত্ত আহŸান জানান। 8,879,731 total views, 7,679 views today |
|
|
|