সেপ্টেম্বর ৩, ২০২১
সুলতানপুরে শিশুদের প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন
মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেখ স্পোর্টিং ক্লাব বনাম কাজী স্পোর্টিং ক্লাবের মধ্যকার জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর শেখ পাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিশুদের এ প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন এবং শিশুদের ফুটবল ম্যাচ উপভোগ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি ও শেখ স্পোর্টিং ক্লাবের পরিচালক প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কাজী স্পোর্টিং ক্লাবের পরিচালক প্রাক্তন ব্যাংকার কাজী আব্দুল মহিদ, কাজী রেজাউল হাসান, কাজী সাদেক, সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, প্রভাষক শেখ শরিফুল ইসলাম ও ম্যাচ কমিটির আহŸায়ক শেখ মাহফুজুর রহমান প্রমুখ। শেখ স্পোর্টিং ক্লাব বনাম কাজী স্পোর্টিং ক্লাবের মধ্যকার জাকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে ৩-২ গোলে কাজী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শেখ স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় শেখ স্পোর্টিং ক্লাবের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় শেখ মুস্তাফিজুর রহমান রেহান। খেলার রেফারির দায়িত্ব পালন করেন বনি। এসময় মাঠের কানায় কানায় দর্শক খেলাটি উপভোগ করে। 8,410,852 total views, 9,271 views today |
|
|
|