সেপ্টেম্বর ২১, ২০২১
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ৪নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত শেখ কামরুল হক চঞ্চল সভাপতি ও শেখ মোসফিকুর রহমান মিল্টন সম্পাদক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ৪নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকালে সুলতানপুর ক্লাব মাঠে পৌর আওয়ামী লীগ ৪নং ওয়ার্ড শাখার আয়োজনে পৌর আওয়ামী লীগ ৪নং ওয়ার্ড শাখার সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
ত্রি-বার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাফী আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানা মহিদ. সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রতœা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, ৪নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌরসভার মহিলা কাউন্সিলর আিনমা মন্ডল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, সাবেক পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধাররণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, সাবেক পৌর আওয়ামী লীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আসিফ সাহবাজ খান, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ৪নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে উপস্থিত নেতৃবৃন্দ ও সকলের সর্বসম্মতিতে আগামী তিন বছরের জন্য পূনরায় শেখ কামরুল হক চঞ্চলকে পৌর আওয়ামী লীগ ৪নং ওয়ার্ড শাখার সভাপতি এবং শেখ মোসফিকুর রহমান মিল্টনকে সাধারণ সম্পাদক করে পূর্বের কমিটি বহাল রেখে পৌর আওয়ামী লীগ ৪নং ওয়ার্ড শাখার ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য শিমুন শামস্, নাজমুন নাহার মুন্নি, পৌর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম হাবলুসহ সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ৪নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন। 8,408,550 total views, 6,969 views today |
|
|
|