সেপ্টেম্বর ১৩, ২০২১
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী’র সঞ্চালনায় কর্মী সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, সদস্য তারিকুল ইসলাম রানা, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম খান সজীব, পৌরসভার প্যানেল মেয়ংর কাজী ফিরোজ হাসান, জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ-দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান প্রমুখ। সভায় জেলার নেতৃবৃন্দ সম্মেলনের মাধ্যমে একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহŸান জানান। কর্মী সভায় সাতক্ষীরা জেলার অন্তর্গত ৯টি সাংগঠনিক উপজেলার সভাপতি/আহŸায়কবৃন্দ বক্তব্য রাখেন এবং সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। 8,409,896 total views, 8,315 views today |
|
|
|