সেপ্টেম্বর ২৪, ২০২১
সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
দেবহাটা ও কুলিয়া প্রতিনিধি: দেবহাটায় এক স্কুল ছাত্রীকে (১৮) ধর্ষণের পর শ^াস রোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে ওই ছত্রী বাড়ি থেকে বের হয়। পরে সে বাড়ি ফিরে না আসায় রাতভর নিখোঁজ ছিল। শুক্রবার সকালে গ্রামবাসি স্থানীয় তারক মন্ডল নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ির সবজি বাগানে তার বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর পাঠানে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষিতার লাশ উদ্ধার করে। নিহতের বাবা জানান, করোনায় লক ডাউনে স্কুল বন্ধ থাকায় একই এলাকার শিবু মন্ডলের ছেলে পার্থ মন্ডল তার মেয়েকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে তিনি মেয়েকে শাসন করাসহ তার চলাফেরায় নজরদারি করা হতো। সম্প্রতি স্কুল খুললে মেয়ে তার শিক্ষকের কাছে বিকালে প্রাইভেট পড়ত। গত বৃহস্পতি বার বিকালে মেয়ে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। গভীর রাত পর্যন্ত কয়েক স্থানে খোজখুজি করে না পেয়ে সকালে থানায় ডায়রী করার কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে গ্রামবাসীদের দেয়া খবরের ভিত্তিতে তার মেয়ের মৃত্যুর বিষয়টি জানতে পারেন। তিনি ধারণা করছেন, বখাটে পার্থ মন্ডলই তার মেয়েকে দেখা করার কথা বলে মোবাইলের মাধ্যমে বাড়ি থেকে ডেকে ধর্ষণের পর হত্যা করেছে। ধর্ষণ ও হত্যার ঘটনায় বখাটে পার্থ মন্ডলের সাথে আরোও একাধিক সহযোগী জড়িত থাকতে পারে বলেও সন্দেহ তার। 8,407,057 total views, 5,476 views today |
|
|
|