সেপ্টেম্বর ৭, ২০২১
শ্যামনগরে দেবতার ছবি শপথ করিয়ে সরকারি ভাতার টাকা হজম
গাজী আল ইমরান, নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরে বয়স্ক ভাতা দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন উপজেলার ১ নং ভুরুলিয়া ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নার্গিস হাবিব। ঘুসের ব্যাপারে কাউকে না জানাতে হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা, সনাতন ধর্মের শাস্ত্রসমূহে পরমসত্ত্বা রূপে ঘোষিত বাবা তারকনাথের ছবি শপথ করে নিয়েছেন বিধবার নিকট থেকে।শুধু অন্যদের সাথে না বলা নয় বিধবা নারী টাকা পাওয়ার পরে টাকা দেবে কিনা তা নিয়েও শপথ করিয়ে নেন ইউপি সদস্য নার্গিস হাবিব। ইতিপূর্বেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও নেওয়া হয়নি কোনো আইনি পদক্ষেপ। বছর খানেক আগে তার বিরুদ্ধে সরকারি চাল চুরির অভিযোগ উঠলে তা নিয়ে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা আলোর মুখ দেখিনি। সম্প্রতি বয়স্ক ভাতা কার্ড দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের নিকট থেকে।ঘুষ দেওয়ার কথা কাউকে না বলতে ধর্মীয় গুরু বাবা তারকনাথের ছবি ছুঁয়ে শপথ করিয়ে নিয়েছেন ইউপি সদস্য নার্গিস হাবিব।ভাতার টাকা উত্তোলন করেছে ইউপি সদস্য নিজেই। আর তা ভাগা ভাগি করে নিয়েছেন নিজের বাড়ি থেকেই। দরিদ্র বিধবা নারীর ভাতার টাকা তুলে নিজের বাড়িতে এনে টাকা নিতে খবর পাঠিয়েছেন বিধবাকে। বিধবা তার বাড়িতে আসলে মাছ মাংস দিয়ে খাওয়ানোর পরে টাকা দিয়েছেন তিনের একাংশ। ভুক্তভোগী সোনামুগারি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী ফাতেমা খাতুন বলেন, মহিলা ইউপি সদস্য বাসায় ডেকে নিয়ে মাছ মাংস দিয়ে দুপুরে খাওয়ানোর পর আমার নিকট থেকে ৩০০০ টাকা নিয়েছে। রেনুকা বলা লষ্কর নামক একজন বিধবা নারী বলেন,নার্গিস হাবিব ভাতা কার্ড দেওয়ার নামে প্রথমে ৩ হাজার টাকা নিয়েছে আর বই দেওয়ার পরে নিয়েছে ৪ হাজার। এসময় রেনুকা লষ্কর বলেন, মহিলা মেম্বার বলছে এই কথা কাউকে বললে টাকা দেওয়া বন্ধ করে দেব এবং কাউকে না জানাতে আমাকে ঠাকুরের ছবি ছুয়ে শপথ করিয়ে নিয়েছে। জামায়াত পরিবারের সদস্য নার্গিস হাবিব দীর্ঘদিন যাবত এমন অন্যায় করে আসছে বলে জানান এলাকাবাসী। এ ধরনের কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে বিগত দিনে তাকে সাময়িক বহিষ্কার করা হলেও নিজেকে শুধরাতে পারেনি এই ইউপি সদস্য। এলাকাবাসীর অভিযোগ নার্গিস হাবিব, দীর্ঘদিন যাবৎ এলাকাবাসীর নিকট থেকে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিকট থেকে সুবিধা দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলেও রয়েছে একেবারেই ধরা ছোয়ার বাহিরে। ভাতা কার্ড দেওয়ার নামে কারো কাছ থেকে ঘুস গ্রহণ না করতে উপজেলা সমজসেবা অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন ধরনের প্রচারণা চালালেও ঘুস নেওয়া থেকে বিরত থাকতে পারেনি ইউপি সদস্য নার্গিস হাবিব। বিষয়টি নিয়ে ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা ফারুক হোসেন বলেন,আমিও তার বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি।আমি বর্তমানে অসুস্থতার কারণে বাহিরে আছি।আমি এসে তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেব। ইউপি সদস্য নার্গিস হাবিব এর সাথে কথা হলে তিনি বলেন,আমি টাকা নেয়নি। আমি এলাকায় নেই,যারা বলছে আমি এসে তাদের সাথে কথা বলব। উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী গরিবের জন্য বরাদ্দ দিচ্ছেন প্রতিনিয়ত। আর এই বরাদ্দ কেউ তছরুপ করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 8,627,668 total views, 7,218 views today |
|
|
|