Site icon suprovatsatkhira.com

শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এমপি রবির বৃক্ষ রোপণ

মাহফিজুল ইসলাম আককাজ: মাদার অব হিউম্যানিটি গণতন্ত্রের মানস কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বৃক্ষ রোপণ করা হয়েছে। বিদ্যালয় চত্বরে বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লী ইউনিয়নের বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম কাদের, সহকারি শিক্ষক মো. জামিলুজ্জামান ও মো. সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় অতিথিবৃন্দ বিদ্যালয় চত্বরে ফলজ ও বণজ গাছের চারা রোপণ করেন। এসময় বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version