সেপ্টেম্বর ২৩, ২০২১
পানিতে নিমজ্জিত সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ: ভোগান্তিতে জনসাধারণ
বিশেষ প্রতিনিধি: গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিন্মাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে জেলার লক্ষ-লক্ষ মানুষ। পানিবন্দী এসব মানুষ জলবদ্ধতার কবল থেকে মুক্তির জন্য আবেদন নিয়ে যে উপজেলা পরিষদে আসবেন সে উপজেলা পরিষদ চত্ত¡রও পানিতে নিমজ্জিত হয়ে গেছে। ফলে ভোগান্তির শেষ নেই উপজেলাবাসীর। সরেজমিনে সাতক্ষীরা সদর উপজেলা ঘুরে দেখা গেছে, সমগ্র উপজেলা চত্ত¡রই পানিতে থইথই করছে। বৃষ্টির পানি আর নালা-নর্দমার নোংরা পানি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেতাই অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলায় প্রবেশের প্রধান পথেই হাটু পানি। উপজেলা চত্ত¡রে থাকা প্রায় দুই ডজন সরকারি অফিসে আসা সেবাপ্রার্থীরা কোন রকমে পানি-কাদা মেখে গন্তব্যে পৌছাছেন। কেউ কেউ পোশাক গুটিয়ে জুতা হাতে নিয়ে কোন রকমে গন্তব্যস্থলে পৌছাছেন তো কেউ উপজেলায় প্রবেশের সামান্য পথটুকু পাড়ি দিতে ভ্যান অথবা অন্য যানবহনের সহযোগীতা নিচ্ছেন। তবে সব থেকে বেশি বিপাকে পড়ছেন নারী ও শিশুরা। পুরুষেরা কোন রকমে পোষাক গুটিয়ে গন্তব্যে পৌছালেও নারীরা তা করতে পারছেন না। ছোট্ট সন্তানকে টিকা দিতে উপজেলা পরিষদ চত্ত¡রে অবস্থিত আনন্দ টিকাকেন্দ্রে এসেছেন পাপিয়া নামের এক গৃহবধূ। উপজেলা পরিষদের প্রবেশপথে এসেই পড়েন বিপদে। সন্তানকে নিয়ে কোনরকমে পানি-কাদা মেখে টিকা কেন্দ্রে পৌছালেও ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যমের কাছে। তিনি বলেন, বাচ্চাকে টিকা দিতে নিয়ে এসেছি। এসে দেখি উপজেলায় প্রবেশের পথই পানিতে তলিয়ে গেছে। কোনরকমে ভিজে-পুড়ে রাস্তা অতিক্রম করলাম। টিকাকেন্দ্র পর্যন্ত আসতেই খুব কষ্ট হয়েছে। এখন এই নোংরা পানি মেখে আবার কোন রোগ-বালাই হয় কিনা সে চিন্তায় আছি। উপজেলা পরিষদে জন্মনিবন্ধন ডিজিটাল করতে আসা উত্তম সাহা নামের এক ব্যাক্তি বলেন, ইউনিয়ন পরিষদ থেকে কাগজপত্র নিয়ে উপজেলায় এসেছি জন্মনিবন্ধন ডিজিটাল করতে। আগে দুইদিন এসেছি কাজ সম্পন্ন হয়নি তাই আজ আবার এলাম। এসে অস্বস্তিকর পরিবেশে পড়েছি। হাটু পানিতে পোষাক গুটিয়ে, জুতা হাতে নিয়ে কোনরকমে উপজেলায় পৌছালাম। এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে উপজেলা পরিষদ চত্ত¡রের পানি নিষ্কাশনের দাবি জানান। 8,407,036 total views, 5,455 views today |
|
|
|