নাজমুল হক, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে ২০২১ অনষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টম্বর) বিকাল ৪ টায় পাটকেলঘাটা থানা চত্বরে পুলিশকে সহায়তা করুণ- পুলিশের সেবা গ্রহণ করুন এ প্রতিবাদ্যের আলোকে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা-পাটকেলঘাটা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার, মো: হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মাস্টার আব্দুল হাই, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বাবলুর রহামন, ইন্সপেক্টর জেল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন পাটকেলঘাটা থানা জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাবিবুল্লাহ, গীতা পাঠ করেন, প্রবীর দেবনাথ। এসময় প্রধান অতিথি সাধারণ মানুষের উদ্যেশ্যে তার বক্তব্যে বলেন, আপনারা কেউ থানায় মিথ্যা অভিযোগ করবেন না। এতে করে একজন নিরপরাধ মানুষের পরিবার শেষ হয়ে যেতে পারে।
কেউ যদি থানায় মিথ্যা অভিযোগ করেন আর যদি তা মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে মিথ্যা অভিযোগ কারির কঠোর শাস্তির ব্যবস্থা হবে। এছাড়া কেউ কোথাও ইভটিজিং করতে দেখলে সাথে সাথে পুলিশকে খবর দিবেন। কারণ ইভটিজিং সমাজের এক ঘৃণ্যতম অপরাধ। সরকার এখন সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। আপনারা আপনাদের সন্তানকে অবশ্যই মাস্ক পরে স্কুলে পাঠাবেন। সাথে সাথে আপনার সন্তান যেন স্কুল শেষে বাজারে বা জনসমগমে না যায় সে দিকে আপনারা খোজ খবর নিবেন। কোথাও বাল্য বিবাহ দেখলে সাথে সাথে পুলিশকে খবর দিবেন। তিনি আরো বলেন, কেউ কোথাও কাউকে মাদক সেবন করতে দেখলে সাথে সাথে পুলিশকে খবর দিবেন। পাটকেলঘাটা থানার আওতায় আমরা মাদক নির্মুল করতে চায়। আমরা অনেক মাদকসেবক ও ব্যবসায়ীকে ইতি মধ্যে হাতেনাতে ধরে কঠোর শাস্তি প্রদান করেছি। যদি কোন পুলিশ কর্মকর্তাও মাদকের সাথে জড়িত তাকেও ছাড় দেয়া হবে না। পুলিশ জনগণের বন্ধু। আপনারা সাধারণ মানুষ যদি পুলিশকে সাহায্য না করেন সমাজ থেকে মাদক বা কোন অপরাধ নির্মুল করা সম্ভব না।