Site icon suprovatsatkhira.com

নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিনে সাতক্ষীরার বিভিন্ন মন্দিরে ৭১টি বৃক্ষরোপণ

ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদার দাস মোদীর ৭১তম জন্মদিনে “নরেন্দ্র মোদী -এঁর শুভাকাংখীদের পক্ষ থেকে সাতক্ষীরার বিভিন্ন মন্দিরে ৭১ টি বৃক্ষ রোপণ করা হয়। দেবহাটা ইছামতি নদীর তীরে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বাংলাদেশ অংশে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত কর্মসূচীর আহŸায়ক বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির পেশাজীবী বিষয়ক উপ-সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শ্রী সুব্রত ঘোষ, জেলা মন্দির সমিতির সাংস্কৃতিক সম্পাদক ও শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর ইসকন মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি পলাশ দেবনাথ, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, সাতক্ষীরা জেলা যুব ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহŸায়ক সাবেক ছাত্রনেতা শ্রী মিলন রায়, সদস্য সচিব সাবেক ছাত্রনেতা শ্রী রনজিত ঘোষ, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাংবাদিক মিলন বিশ্বাস রুদ্র, রবিন মন্ডল, সাংবাদিক কর্ণ বিশ্বাস কেডি, অরূপ কর্মকার, শুভময় মজুমদার, তপু বিশ্বাস , মিলন মন্ডল, দেবব্রত অধিকারী, অন্তিক দাশ, অমিত মন্ডল, রাজু ঘোষ, লক্ষন চন্দ্র বাগ প্রমুখ। চলতি বছরের মার্চ মাসে সাতক্ষীরা সফরের জন্য বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এরপর শ্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় এবং বিশে^র সকল সৃষ্টির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version