তালা প্রতিনিধি: তালা প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে ব্যবসায় সনদ শীর্ষক কর্মশালা সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। বে-সরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টার এস.ই.পি (ডেইরী) প্রজেক্টের বাস্তবায়নে এবং পিকেএসএফ এর সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী।
উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ্বাস, ইউপি সদস্য মো. আব্দুর রাজ্জাক ও উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবর রহমান।
এসময় আধুনিক পরিবেশ বান্ধব গাভী পালন পদ্ধতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উন্নয়ন প্রচেষ্টার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম। কর্মশালায় ২০ জন খামারী অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় টেকসই এবং পরিবেশবান্ধন পদ্ধতিতে গাভী পালন ও খামার রেজিষ্ট্রেশনের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া গাভী পালনে স্বাস্থ্যঝুঁকি হ্রাস করতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
তালায় ব্যবসায় সনদ শীর্ষক কর্মশালা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/