সেপ্টেম্বর ১৮, ২০২১
তালায় বিদ্রোহী প্রার্থীর হামলায় আহত-৪
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা তালায় নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনি অফিসে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া এলাকায় ঘটনাটি ঘটে। এতে চেয়ারম্যান প্রার্থী প্রণব ঘোষ বাবলুর ৪ কর্মী গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন, মোঃ কামরুল ইসলাম (২৮),মোঃ রাজু সরদার (৩২),মোঃ মফিজ গাজী (৩০),মোঃ মোবারক হোসেন গাজী (৩৮)। স্থানীয়রা জানান,শুক্রবার বিকালে খলিলনগর ইউনিয়নের নলতা গ্রামে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী প্রণব ঘোষ বাবলু নির্বাচনি পথসভা করছিলেন। এ সময় বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমান রাজু ও তার লোকজন নিয়ে আওয়ামী লীগের নির্বাচনি অফিসে হামলা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে খলিলনগর ইউনিয়নে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থালে পরিদর্শন করে আইন শৃঙ্খলা বাজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। 8,594,570 total views, 2,449 views today |
|
|
|