সেপ্টেম্বর ২, ২০২১
তালায় উপজেলা প্রেসক্লাবের স্থাপনা উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা প্রেসক্লাবের ভবনসহ স্থাপনা উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় তালা প্রেসক্লাবের সামনের সড়কে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মরত সাংবাদিকরা। তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রথম আলো পত্রিকার সাতক্ষীরার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান। এসময় মানববন্ধনে একাত্বতা ঘোষনা করে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্র কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাছেরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মীর আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক শেখ জাহিদুর রহমান লিটু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল, আওয়ামী লীগনেতা শাহাবুদ্দীন বিশ^াস প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ১৯৮৩ সালে ১ নং খতিয়ানে ১৩০ দাগের ০.৩৮৭ একর জমিতে প্রেসক্লাবের ক্লাবের ভবনটি নির্মাণ করা হয়। প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা তালার মাটি ও মানুষের পাশে থেকে অহেলিত ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। অথচ বিএডিসি কর্মকর্তা তালা ইসলামকাটি গ্রামের ভূমি দস্যু আমিনুল ইসলাম ও তার ভাই আব্দুল আজিজ মহুরি ভুয়া কাগজপত্র তৈরি করে প্রেসক্লাবের জায়গা দখল ও স্থাপনা উচ্ছেদের পায়তারা করছে। তারা সার্ভেয়ার ইমদাদুল ইসলাম তারেককে ম্যানেজ করে মনগড়া প্রতিবেদন দাখিল করে সাতক্ষীরা রেভিনিউ ডেপুটি কালেক্টর আক্তার হোসেন কর্তৃক একটি উচ্ছেদ নোটিশ প্রেসক্লাবে প্রদান করে প্রেসক্লাবের ভবনটি অপসারণের সড়যন্ত্র করছে। প্রেসক্লাব উচ্ছেদ ষড়যন্ত্র বন্ধ করা না হলে আগামীতে ভূমি দস্যু আমিনুল ও আব্দুল আজিজ গংদের বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচী দিয়ে তালা উপজেলা অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। 8,597,038 total views, 4,917 views today |
|
|
|