Site icon suprovatsatkhira.com

ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক তিন

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, সদর উপজেলার ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গী এলাকার মো. আব্দুল মজিদ সরদারের ছেলে মো. মফিজুল ইসলাম, ভোমরার হাড়দ্দাহ এলাকার মোকলেস সরদারের ছেলে মো. ইলিয়াস সরদার ও একই এলাকার গোপীনাথ দাসের ছেলে শ্রী চৈতন্য দাস।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের আলিপুর চাপাডাঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. ইয়াছিন আলম চৌধুরী জানান, ‘একটি মোটরসাইকেলে মাদক চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাসি করে ৫০ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ করা হয়’। তিনি আরও জানান, ‘আটককৃত আসামী ও জব্দকৃত আলামতসহ সাতক্ষীরা থানায় মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version