Site icon suprovatsatkhira.com

টানা বৃষ্টিতে কালিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, তলিয়ে গেছে চিংড়ি ঘের!

নিজস্ব প্রতিনিধি: মুষলধারে গত কয়েক দিনের বৃষ্টিতে কালিগঞ্জের অধিকাংশ নি¤œ ল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে চিংড়ি ঘের। নিচু এলাকার বাড়িতে ও বসতঘরে পানি উঠে পানি বন্ধী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ভেড়ী তলিয়ে ভেসে গেছে কয়েক হাজার বিঘা মৎস্যঘেরের মাছ। আবারও লোকসানের কবলে চাষীরা। কাঁচা ঘরবাড়ি রয়েছে ঝুঁকির মধ্যে। সবজি ক্ষেত গুলি পানিতে টইটুম্বুর করছে। মানুষের যাতায়াতেও ভোগান্তি বেড়েছে।

গত রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে হাটু পানি জমে গেছে। অনেক জায়গায় প্রায় ৩/৪ ফুট পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে ঘরবাড়ি। ঘরের খাটের উপরে পানি দেখা গেছে। যার কারণে চরম দুর্ভোগে রয়েছেন এই উপজেলার মানুষ।
পানি নিষ্কাশনের পথ ও সরকারি খাল গুলো দখল করে রেখেছে প্রভাবশালীরা। যার কারণে ভোগান্তি আরও চরম আকার ধারণ করেছে।

মৎস্যঘের মালিক আশরাফুল ইসলাম, আরাফাত আলী, পারভেজসহ একাধিক ব্যক্তি জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে তাদের ঘের তলিয়ে গেছে। যার কারণে এবছর ব্যাপক ক্ষতি হবে বলে আশংঙ্খা তাদের।

উপজেলার তারালী গ্রামের আবু হাসান জানান, বৃষ্টিতে তাদের বাড়ির উঠানসহ ঘরে পানি প্রবেশ করেছে। যার কারণে কষ্টের মধ্যে জীবন যাপন করতে হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতিবছর এই ধরণের ভোগান্তিতে পড়তে হয় বলে জানান তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরাজ হোসেন খান জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে ৩৬৯৯.৩০ হেক্টর মৎস্যঘের ক্ষতিগ্রস্থ হয়েছে। ৯১২৬ কৃষি জমির ফসল সম্পৃর্ণ ক্ষতি হয়েছে আর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ৪০৩৬ হেক্টর জমির ফসল। এছাড়া পানি বন্দি রয়েছে ২০ হাজার মানুষ।

এমতাবস্থায় ভুক্তভোগীরা পানি নিষ্কাশনের পথ ও সরকারি খালসহ জলাশয় গুলো উন্মুক্তের দাবি জানিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version