Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল লাঞ্চিত সংবাদকর্মী

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিককে লাঞ্চিত ও চাঁদাবাজি মামলার হুমকির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ধলবাড়িয়া গ্রামের পিয়ার আলীর বড় ছেলে আবুল কালাম আজাদ ও মেজো ছেলে আব্দুস সালামের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছে।
মেজো ছেলে সড়ক ও জনপথ বিভাগে চাকরি করার সুবাদে বড় ছেলে আবুল কালাম তার ১৫ শতক জমি জোরপূর্বক দখল করে দোকান ঘর ও বাড়ি নির্মাণ করতে থাকে।

ওই কাজে মেজো ছেলে সালাম বাঁধা প্রদান করতে গেলে কালাম তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং স্থানীয় ভাড়াটিয়া ক্যাডার বাহিনীর ভয় দেখাতে থাকে। একপর্যায়ে গত ১৩ সেপ্টেম্বর অসহায় সালাম আদালতের শরণাপন্ন হলে বিজ্ঞ আদালত জমিতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারায় আদেশ প্রদান করে ।
কিন্তু আবুল কালাম আজাদ (৫০), তার ছেলে মাসুদ রানা (২২) স্থানীয় কিছু ক্যাডার বাহিনী নিয়ে সালামের জমি দখল করে দোকান ঘর ও বসতবাড়ি নির্মাণ করতে থাকে।

ওই সময়ে দৈনিক সাতনদীর নিজস্ব প্রতিবেদক হাবিবুল্লাহ বাহার ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নিজস্ব প্রতিবেদক শিমুল হোসেন ঘটনাস্থলে গেলে কালাম গং তাদের অকথ্য ভাষায় গালিগালাজ, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও শারীরিকভাবে লাঞ্চিত করে। এছাড়া সাংবাদিকদেরকে চাঁদাবাজি মামলার হুমকি প্রদান করে বলে জানা গেছে। এদিকে দুই সাংবাদিককে লাঞ্চিতের ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা সন্ত্রাসী আবুল কালামের শাস্তির দাবি জানিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version