Site icon suprovatsatkhira.com

কলারোয়া বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের জমিতে গোয়ালঘর নির্মাণ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব জমিতে গোয়ালঘর নির্মাণ করেছে পাটুলী গ্রামের ভুমিদস্যু আবুসিদ্দীক বর্তমানে আবুসিদ্দীক পৌর সদরের গদখালী গ্রামে খরিদসূত্রে ক্রয়কৃত জমিতে বসবাস করে তার জমির পাশে মহিলা কলেজের জমিতে তার জোরপূর্বক গোয়ালঘর নির্মাণ করে গরু পালন ও জায়গা দখলের জন্য কাঠঘর রাখা ঘর ইতোমধ্যে স্থাপন করেছেন,তার এহেন কর্মকান্ডে বিব্রত কলেজের ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা,ইতোমধ্যে কলেজ থেকে কয়েকদফা নোটিশ ও মোখিকভাবে কলেজের জমি অবমুক্ত করার কথা বলা হলেও তিনি কারও কথায় কর্ণপাত করছেন না।

এ বিষয়ে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এম এ ফারুক জানান, পাটুলিয়া গ্রামের সিদ্দীক একজন ভুমিদস্যু আমি শারিরীক অসুস্থতার কারনে ঢাকাতে অবস্থান করছি ইতোমধ্যে কলেজের শিক্ষকরা কয়েকদফা আমাদের মি অবমুক্ত করার কথা বলেছেন কিন্ত সিদ্দীক কালক্ষেপন করছে জমি অবমুক্ত করতে,আমি ঢাকা থেকে ফিরে পরবর্তীতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হবে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মাহবুবর রহমান গোয়ালঘর নির্মানের সত্যতা নিশ্চিত করে জানান আবুসিদ্দীক মহিলা কলেজের জমিতে জোরপূর্বক গোয়ালঘর নির্মাণ করে গরু পালন ও কাঠঘর ঘর স্থাপন করেছেন আমরা কলেজে কতৃপক্ষের নির্দেশে ০৩সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে বারংবার তাকে উচ্ছেদ করতে ব্যার্থ হচ্ছি,পরবর্তী মিটিংয়ে আমরা তার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version