Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় ১০ টি স্বর্ণের বারসহ আটক চোরা চালানি

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সীমান্ত সংলগ্ন বাজার থেকে ১০ টি সোনার বারসহ এক চোরা চালানিকে আটক করেছে বিজিবি। যার ওজন ১শ’ ভরি। জানা গেছে, জব্দকৃত সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নেয়া হয়। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কলারোয়া সীমান্তের ব্রজবাকসা (সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ০৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে) বাজার থেকে সোনাসহ ওই চোরাচালানীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ৭৩ লাখ টাকা।

আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মনিরুল ইসলাম (৫০)। তিনি কলারোয়া পৌর এলাকার ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের ব্রজবাকসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় সেখান থেকে মনিরুল ইসলাম নামের এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ টি স্বর্ণের বার জব্দ করা হয় । যার ওজন ১০০ ভরি (১ কেজি ১৬৬.৪০ গ্রাম)। জব্দকৃত স্বর্ণের বারের মূল্য ৭৩ লাখ টাকা। আটককৃত স্বর্ণ চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে সোনা চোরাকাবারী মনিরুল ইসলামের বিরুদ্ধে কলারোয়া থানায় বিজিবি বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version