জামাল উদ্দিন, কৃষ্ণনগর (কালিগঞ্জ সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগরে অবহেলিত মুক্তিযুদ্ধা আবুল হোসেন ঢালী। তিনি কৃষ্ণনগরে বেনাদনা গ্রামের মৃত্যু আক্কাচ আলী ঢালী পুত্র আবুল হোসেন ঢালী। তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ কালীন সময়ে পশ্চিম বাংলা ২৪ পরগনা জেলার তাকিপুর,পিপা,মেহেরপুর জেলার মুজিবনগর ক্ষুদ্রাস্ত্র প্রশিক্ষন করেন।তিনি মাদারীপুর জেলার হবিগঞ্জ নামক স্থানে মারাত্বক প্রাণঘাতী যুদ্ধে অংশ গ্রহণ করেন। ঐ সময়ে ইপিয়ার হাবিদার মৃত্যু গোলাম মোস্তফা ও প্রফেসার ইউসুফ আলী কমান্ডার হিসাবে যুদ্ধে নেতৃত্ব দান করেন। যুদ্ধ কালিন সময়ে তিনি বাগেরহাট জেলার মোল্লারহাট ও ফকির হাট ক্যাম্প অবস্থান করেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন সে ব্যাপরে কালিগঞ্জ উপজেলার যুদ্ধকালীন মুক্তিযুদ্ধা কামন্ডার শেখ অহিদুর জ্জামান তাকে প্রত্যয়ন পত্র দেন।
কৃষ্ণনগর ইউনিয়ন মুক্তিযুদ্ধা কামন্ডার এ টি এম গোলাম মহিউদ্দিন তাকে প্রত্যয়ন পত্র প্রদান করেন। আবুল হোসেন ঢালী একজন মুক্তিযুদ্ধা তার স্বাক্ষী হিসাবে কোড স্বীকারোক্তি মুলুক এভিডেভিড করে দেন। ইমান আলী পিতা মৃত্যু লতিফ মোড়ল মুক্তিযুদ্ধা গেজেট নাম্বার ১১৬৬,আব্দুর রউফ পিতা মৃত্যু মাহাতাব উদ্দিন মোড়ল মুক্তিযুদ্ধা গেজেট নাম্বার ১০৬৩,আব্দুর সবুর পিতা মৃত্যু সৈয়দ আলী সরদার মুক্তিযুদ্ধা গেজেট নাম্বার ১২৪৭। তিনি ২০১৬ সালে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রলায়ে আবেদন করেন।তিনি ২৪ পরগনা তোপা তাকিপুর ৯ নাম্বার সেক্টরে তিন মাসের প্রশিক্ষণ দিয়েছেন তার সার্টিফিকেট আছে। আবুল হোসেন ঢালী ৮৪ বছর বয়স একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে ও মানবতার জীবন জাপন করেন।