সেপ্টেম্বর ১৪, ২০২১
সাতক্ষীরায় র্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক-২
নিজস্ব প্রতিনিধি: র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ৩২০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে। সোমবার রাতে পাটকেলঘাটা থানার বাইগুনি ও কলারোয়া থানার শাকদাহ এলাকায় অভিযান চালিয়ে উক্ত মাদকসহ আসামিদের আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার র্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের বাইগুনি এলাকায় অভিযান চালায়। এ সময় কামরুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা, ৯০ পিস ইয়াবা, একটি মোবাইল ও দুটি সিম কার্ড। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় মামলা হয়েছে। মামলা নং-০৮,তারিখ ১৪/০৯/২০২১।
এদিকে, র্যাবের আর একটি আভিযানিকদল রাতে কলারোয়া থানার শাকদাহ বাজারের মতলব মার্কেটের মনজেল সাইকেল স্টোর ও মেশিনারী হার্ডওয়ার দোকানের সামনে অভিযান চালায়। এ সেখান থেকে ২৩০ পিস ইয়াবা, একটি মোবাইল, একটি সিম কার্ড ও নগদ ১৮’শ টাকাসহ ইদ্রিস আলীকে হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা হয়েছে। মামলা নং-১৬,তারিখ ১৪/০৯/২০২১।
8,451,374 total views, 12,637 views today |
|
|
|