সেপ্টেম্বর ৩, ২০২১
শ্যামনগরে এক কেজি গাঁজাসহ মটর সাইকেল জব্দ
নূরুন্নবী ইমন, সুন্দবরন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগর থানা পুলিশের অভিযানে কৈখালী ইউনিয়নের যাদাবপুর বাজারের মোঃ রবিউল ইসলামের দোকান থেকে এক কেজি গাঁজাসহ একটি মটর সাইকেল জব্দ করা হয়েছে। দোকানদার রবিউল ও প্রত্যক্ষদর্শীরা জানান , শুক্রবার বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় শৈলখালী গ্রামের খলিল মল্লিকের পুত্র মাদক ও চোরাই সেন্ডিগেটের অন্যতম সদস্য মোঃ আনিছুর মল্লিক একটি ব্যাগ নিয়ে চা খেতে রবিউলের দোকানে প্রবেশ করে । এসময় স্থানীয় সাংবাদিক আলী মোর্তেজা ও শেখ মোকারক হোসেন দোকানে প্রবেশ করে আনিছুরের নিকট তার ব্যাগে কি আছে জানতে চাই। আনিছুর জানাই ব্যাগে কুমড়া আছে। মোর্তেজার সন্দেহ হলে তার ব্যাগ চেক করে। এ সময় ব্যাগের ভিতরে গাঁজা দেখতে পাই। আনিছুর নিজেকে রক্ষার জন্য গাঁজার ব্যাগ ও চোরাই কাজে ব্যবহৃত মটর সাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি শ্যামনগর থানাকে অবগত করা হলে ঘটনাস্থলে এস,আই রিপন মল্লিক ও এএসআই মনিরুল ইসলাম উপস্থিত হয়ে এক কেজি গাঁজা ও ব্যবহৃত একটি মটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন , শ্যামনগর থানা থেকে মাদক ব্যবসায়ী ও চোরাকারীদের নির্মূল করতে শ্যামনগর থানা পুলিশের অভিযান অব্যহত থাকবে। মাদকের সাথে যেই জড়িত থাক, কাউকে ছাড় দেওয়া হবে না। 8,475,695 total views, 423 views today |
|
|
|