Site icon suprovatsatkhira.com

শোভনালীর মরিচ্চাপ নদীর উপরের ব্রিজের একপাশে আবারও ভাঙ্গন

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনির শোভনালীতে মরিচ্চাপ নদীর উপর নির্মিত ব্রিজের একপাশে ভাঙ্গনের পর সংস্কার করা হলেও মাস না পেরুতেই আবারো ভাঙ্গনের শিকার হয়েছে। ফলে যানবাহন চলাচল হুমকীগ্রস্থ হয়ে পড়েছে। এক মাস পূর্বে ব্রিজের সংযোগ সড়ক দিয়ে উঠে আন্ডারপাসের উপর দিয়ে ব্রিজে উঠলেই উভয় পার্শ্বে ব্রিজের অংশ বিশেষ ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছিল। এনিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট হলে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন ভাঙ্গন স্থানে সংস্কারের ব্যবস্থা করেন।

কিন্তু পুনরায় ব্রিজে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ব্রিজটি বেশ উঁচুতে নির্মিত হওয়ায় শোভনালীর দিক থেকে সংযোগ সড়ক বেয়ে উপরে আসা যে কোন যানবাহন নিচু-উপরের কারণে অসাধাণতা বসত গর্তে পড়লে দুর্ঘটনার শঙ্কা বিরাজ করছে।
এছাড়া রাতে নৈকাটির দিক থেকে আসা যে কোন যানবাহন ব্রিজে পশ্চিম সাইড দিয়ে গেলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাছাড়া ব্রিজের উত্তর দিকের সংযোগ সড়কের সাথে ব্রিজের মধ্যমাংশের সংযোগস্থলের সংযোগ সড়ক যথেষ্ট পরিমাণ দেবে যাওয়ায় যানবাহন ব্রিজের দুই সাইড দিয়ে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আর একারণে হতে পারে গর্তে পড়ে দুর্ঘটনা। এ ব্যাপারে দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version