ডেস্ক রিপোর্ট : ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যসোসিয়েশনের (সিএন্ড এফ ) এজেন্ট’র নির্বাচনী সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ভোমরায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি আলহাজ¦ এইচ এম আরাফাত’র সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএন্ড এফ’র নির্বহী কমিটির সদস্য আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা ডা. মুনসুর আহমেদ, শেখ এজাজ আহমেদ স্বপন, কাজী নওশাদ দিলওয়ার রাজু, অহিদুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রমজান আলী প্রমুখ।
সাধারণ সভার আলোচনা শেষে আগামী ৩ বছরের জন্য কাজী নওশাদ দিলওয়ার রাজুকে সভাপতি ও মো. মোস্তাফিজুর রহমান নাসিমকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মো. আবু মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক এ.এস.এম মাকছুদ খান, সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জি.এম আমির হামজা, কাস্টমস ও দপ্তর সম্পাদক বিলকিস সুলতানা সাথী, অর্থ সম্পাদক দিপংকর ঘোষ, সদস্য আশরাফুজ্জামান আশু ও রাম কৃষ্ণ চক্রবর্তী। এসময় ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।