Site icon suprovatsatkhira.com

প্রধানমন্ত্রীর জম্মবার্ষিকি উপলে প্রতিবন্ধী শিশুদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জম্ম বার্ষিকি উপলে সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র/ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলে মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সেঞ্চুরী- সাতক্ষীরার সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সাহিদ ঊদ্দীন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা আওযামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জে এম ফাত্তাহ। অনুষ্ঠানে অরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রানী বরকন্দাজ প্রমুখ।
উল্লেখ্য, সেঞ্চুরী সাতক্ষীরার সযোগীতায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৮৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র/ ছাত্রীদের মাঝে স¦াস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version