Site icon suprovatsatkhira.com

পুকুরে ওযু করার সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: এশার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের পুকুরে ওযু করার সময় পানিতে পড়ে আব্দুল গণি খান (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর এলাকার মৃত ছানাউল্লাহ’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে আব্দুল গণি এশার নামাজ আদায়ের জন্য বাড়ির পাশে অবস্থিত মসজিদের পুকুরে ওযু করতে যায়। ওই সময়ে তিনি পানিতে পড়ে তলিয়ে যেয়ে মৃত্যুবরণ করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১১ টার দিকে মসজিদের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
খবর পেয়ে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে থানার উপ-পরিদর্শক মোরশেদ আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কারও কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version