সাতক্ষীরার দেবহাটায় চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক দুই পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে দফায় দফায় দুই গৃহবধুকে মারপিট ও খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকির অভিযোগ উঠেছে। শনিবার দুুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুূল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলার নাংলা গ্রামের আব্দুল্লাহ সরদারের স্ত্রী গৃহবধূ সামছুন্নাহার এই অভিযোগ করেন ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের পার্শ¦বর্তী হাকিম উল্লাহ বিশ^াসের ছেলে নুরুল বিশ^াস, নুরুল বিশ^াসের ছেলে সাজিদ বিশ^াস, ঘোনাপাড়া গ্রামের গোলাম বিশ^াসের ছেলে আতিক হাসান বাপ্পি ও মাজেদ বিশ্বাসের ছেলে ইয়াছিন বিশ^াস গংরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দেবহাটা উপজেলার নাংলাসহ ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের পাশে আমাদের দু’টি বাড়ি রয়েছে। আমার স্বামী এবং ভাসুর দ্বীনমজুরির কাজ করে। কিন্ত আমাদের কারণে তাদের মাদক ব্যবসা পরিচালনার বাধা সৃষ্টি হচ্ছে এমন ভেবে উল্লেখিত ব্যক্তিরা প্রায়ই আমাদের বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করতে থাকে। এক পর্যায়ে তারা আমাদের পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। তাদের নির্যাতনের ভয়ে আমাদের সন্তানরা এখন রাস্তায় যেতে ভয় পায়।
সামছুন্নাহার আরো বলেন, একপর্যায়ে গত ৩ সেপ্টেম্বর শক্রবার আমার ৯ বছর বয়সী মেয়ে ও আমার ভাসুরের ১২ বছর বয়সী ছেলেকে রাস্তায় পেয়ে তাদের অকথ্য ভাষায় গালাগালাজসহ শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে। এসময় তারা এমনভাবে তাদের হুমকি-ধামকি প্রদর্শন করে যে, বাড়িতে ফেরার পর ওই শিশুরা প্রচন্ড জ¦রে আক্রান্ত হয়ে পড়েছে। জ্বরের ঘোরেতারা এখন ভুল বকছে। এঘটনায় কারণ জানতে চাইলে উল্লেখিত নুরুল বিশ^াসের নেতৃত্বে সাজিদ বিশ^াস, আতিক হাসান বাপ্পি, ইয়াছিন বিশ^াসহ ৫/৭ ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আমাকে এবং আমার জা চায়না খাতুনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। একই সাথে আমার বুকে ও পেটে লাথি মেরে মারাত্মাক আহত করে। আমাদের দু’জনে পরনের কাপড় ছিড়ে শ্লীলতাহানি ঘটনায়। এসময় তারা আমাদের উচ্ছেদ করার জন্য বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে। এঘটনায় আমরা দেবহাটা থানায় অভিযোগ দিলে পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় শনিবার সকালে উল্লেখিত ব্যক্তিরা আবারো আমাদের বাড়িতে এসে মারপিট করে।
তিনি অভিযোগ কওে বলেন, উল্লেখিত ব্যক্তিরা উঠতি বয়সী যুবকদের মাদকে আসক্ত করিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। আমাদের দু’টি পরিবার তাদের মাদক ব্যবসার একমাত্র বাধা হওয়ার কারণে তারা কৌশলে ওই এলাকা থেকে আমাদের স্ব পরিবারে উচ্ছেদের উদ্দেশ্যে একের পর এক মারপিট, হুমকি-ধামকি এবং হয়রানির করে যাচ্ছে।
তিনি ওই সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের হাত রক্ষা পেতে এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে অবৈধ মাদক ব্যবসা বন্ধসহ তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।