সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ১৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগ চলাকালীন ও পরবর্তী সময়ে শিশুদের জন্য প্রতিশ্রুতি বাস্তবায়নে করনীয় সম্পর্কে আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তিবর্গের সমন্বিত প্রচেস্টায় দুর্যোগ প্রশমনে আমরা কাজ করে যাচ্ছি এবং সকলের সহযোগিতায় এ প্রচেষ্টা অব্যহত থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাশরুবা ফেরদৌস, উপপরিচালক, স্থানীয় সরকার, সাতক্ষীরা, ডাঃ মোঃ মাহবুবর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মোঃ রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ রেজাউল ইসলাম, ডিআইও-২, পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরা, মোঃ তারেক হাসান ভুঁঞা, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস, সুফিয়া আক্তার, প্রোগ্রাম অফিসার, ইউনিসেফ, খুলনা প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।