Site icon suprovatsatkhira.com

জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা সমাধানে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা সমাধানে দেবহাটায় প্রতিকী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল দশটায় দেবহাটা প্রেস ক্লাবের সামনে এ জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনের এবং একশান এইড, ৩৫০ বাংলাদেশের সহযোগিতায় বৈশ্বিক জলবায়ু সপ্তাহ উৎযাপন করা।

এসময় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের জাকিয়া সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরার মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে সব থেকে বেশি ঝুঁকিতে আছে আছে। সাইক্লোন সিডর থেকে ইয়াস একের পর এক দূর্যোগ লেগে আছে। এখন বড় সমস্যা লবনাক্ততা। জোয়ারের পানিতে ডুবতে থাকে আবার ভাটায় পানি নেমে যায়।

ফলে আমাদের চাষাবাদ থেকে শুরু করে সব কিছুই এখন জলবায়ুর পরিবর্তন যেন আমাদের জীবনে মস্ত বড় অভিশাপ। বৈশ্বিক জলবায়ু সপ্তাহে যুবরা কাফনের কাপড় পড়ে প্রতিবাদ জানান।
উল্লখ্য যে, সংগঠনটি ২০১৯ সাল থেকে প্রতি বছর ২০-২৬ তারিখ পর্যন্ত বৈশ্বিক জলবায়ু সপ্তাহ উৎযাপন করে আসছে। প্রতি বছরের মত সংগঠনটি এই ধর্মঘট উৎযাপন করছে, আজ ২য় দিন চলবে আরো পাঁচ দিন।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংবাদ কর্মী এবং নানান শ্রেণী ও পেশার মানুষ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version