Site icon suprovatsatkhira.com

খাজরায় সিঁধ কেটে মুদি দোকানে চুরি

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরার ৪নং ওয়ার্ডের খালিয়া গ্রামে এক মুদি দোকানে রাতের আধারে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। এক মাসের ব্যবধানে খালিয়া গ্রামে আরও দুই জায়গায় চুরি সংঘটিত হওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে চুরি হওয়া দোকানে গিয়ে দেখা যায়, শুক্রবার রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা খালিয়া গ্রামের মতলেব সানার পুত্র রবিউল ইসলামের মুদি দোকানের পুর্ব পাশে টিনের বেড়ার নীচ অংশে সিঁধ কেটে এ চুরির ঘটনা ঘটিয়েছে।

মুদি দোকানদার রবিউল ইসলাম জানান,বৃহস্পতিবার রাতে কেনা বেচা শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। শুক্রবার সকালে আমার ছোট ভাই জেনারুল ইসলাম ভোরে দোকান খুলে কাচামাল বের করতে গিয়ে দেখে দোকান পুর্ব পাশে মাটি কাটা এবং দোকানে রাখা সিঙ্গার কোম্পানির একটি ৩২ইঞ্চি টেলিভিশন নাই। আমার ৩০হাজার টাকার মত ক্ষতি হয়ে গেল। আমি আশাশুনি থানা পুলিশের কাছে আমার চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধারের জন্য সহযোগিতা চাই। সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত মুদি দোকানের চুরি হওয়ায় আশাশুনি থানায় সাধারন ডায়েরির প্রস্তুতি চলছিল বলে জানা যায়।

অন্য দিকে মাসের ব্যবধানে খালিয়া গ্রামের দেবাশীষ মন্ডলের গ্যারেজ থেকে সাইকেল চুরি,তারক মন্ডলের বাড়ি থেকে মিস্ত্রি সরঞ্জাম চুরি হওয়ায় সাধারন জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও কাপসন্ডা সার্বজনীন জগদ্বাত্রী মন্দিরে দুটি মূর্তি চুরি হয়। চোর চক্রের মূলহোতারা এখনও ধরা ছোয়ার বাইরে। এলাকার উঠতি বয়সের মাদকাসক্তদের দ্বারা এমন ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় বাসিন্দারা মনে করেন।
চুরি বন্ধে ও মাদক সেবন,বিক্রি কার্যক্রম বন্ধ করার লক্ষে আশাশুনি থানা পুলিশের নিয়মিত রাত্রিকালীন টহল ব্যবস্থা জোরদার করার জন্য আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবিরের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন নাগরিক সমাজ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version