নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা সহনশীল কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসন, নারী ও শিশু বিষয়ক অধিদপ্তর, আইন প্রয়োগকারী সংস্থা, এসএমসি, বিবাহ নিবন্ধক, ঈমাম, পুরোহিত এবং সমমনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। দেশের প্রথম বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে ঘোষিত কালিগঞ্জ উপজেলায় এখনও বাল্যবিবাহ সংঘঠিত হওয়ায় সভায় উপস্থিত ব্যক্তিবর্গ হতাশা ব্যক্ত করেন। সামাজিক ও পারিবারিকসহ সার্বিক কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে বাল্যবিবাহের কারণ নির্ণয় এবং বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।